Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফালিটাংগ্যাচুগ
স্থান

বরকল

কিভাবে যাওয়া যায়

সুবলং ইউনিয়নের পর উত্তর দিকে জলপথটি ধরে আপনি যাবেন লংগদু উপজেলা ও বাঘাইছড়ি উপজেলা আর উত্তর পূর্ব দিকের রাস্তা ধরে আপনি যাবেন বরকল উপজেলা। আঁকা বাঁকা নদীপথে রাঙ্গামাটি সদর থেকে ০২.৩০ঘন্টা অথবা ০৩.০০ঘন্টা নৌপথে আপনি বরকল সদর ইউনিয়ন বা বরকল উপজেলা পরিষদ ঘাটে অথবা বরকল বাজার ঘাটে নামতে পারবেন। ওখান থেকে স্থানীয় গাইড সাথে নিয়ে ফালিতাঙ্গ্যা চুগ “পাকিস্থান টিলা”য় যাওয়া যায়।

বিস্তারিত

বরকল ইউনিয়নে ছোট বড় অনেক  পাহাড়,ঝর্ণা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফালিটাংগ্যাচুগ এটি এই অঞ্চলের সবোর্চ্চ শৃঙ্গ।  উচ্চতা-১৮৬৮ ফুট। এই শৃঙ্গের পাদমুলে উপজেলা কমপ্লেক্স অবস্থিত। এই পর্বত শৃঙ্গ হতে রাঙ্গামাটি জেলা সদর ও ভারতের মিজোরাম রাজ্যটি দৃষ্টিগোচর হয়।